ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 707 বার
দেশ বরেন্য শিক্ষাবিদ,বিজ্ঞানী ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে আজ সকাল ১১ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলার নব গঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহব্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুছা,সহকারি প্রধান শিক্ষক কাজি ওয়াজেদুল্লাহ জসীম, আওয়ামীলীগের নেতা এডঃ শিব শংকর দাস, জহির উদ্দিন চৌধুরী শাহান,মোঃ নাছির উদ্দিন,কাউছার আলম শিবু ছাত্রলীগ নেতা আব্দুল আল-মামুন,নাজমুল হাসান জেমস প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা বিজন দাস,কাউছার আলম ডিউক, আব্বাস উদ্দিন হেলাল,শাহনূর খাঁন আলমগীর,জামাল উদ্দিন,মন্টু প্রমুখ।
এসময় বক্তারা দেশ বরেন্য এই শিক্ষকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানায়।