ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 134 বার
নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আজ সন্ধ্যায় (১৫ ডিসেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেন ‘নবীনগরের সূর্য সন্তান’ গ্রন্থের লেখক জোবায়েদ আহাম্মদ মোমেন। আলাপচারিতার ফাকে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১৪ জনের বীরত্বগাঁথা ‘নবীনগরের সূর্য সন্তান’ বইটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে তুলে দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় প্রানবন্ত আলাপচারিতায় জোবায়েদ আহাম্মদ মোমেন দীর্ঘ দুই বছরের প্রানান্ত প্রচেষ্টার ফলস্বরূপ একমলাটের ‘নবীনগরের সূর্য সন্তান’ বইটি প্রকাশের আগপিছ তুলে ধরেন।
অনুষ্টানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার বক্তব্যে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছরের মধ্যে স্থানীয় ভাবে কোন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত প্রথম গ্রন্থ এটি। বইটি প্রকাশ হওয়ায় এ প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের কথা নতুন করে জানার সুযোগ পাবে, এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ইতিহাস সংরক্ষিত হয়ে থাকবে বলে অবহিত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, প্রভাষক দেলোয়ার হোসেন, জালাল উদ্দীন মনির, তাজুল ইসলাম, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, পিয়াল হাসান রিয়াজ, এস এ রুবেল, মিঠু সুত্রধর পলাশ, শফিকুল ইসলাম বাদল প্রমুখ।