ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 6268 বার
নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে রিমন মিয়া (৩০) নামে এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩/৯) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। রিমন জিনদপুর দক্ষিন পাড়ার গোলাম আকবর এর ছেলে। সে সম্প্রতি কুয়েত থেকে ছুটিতে এসে মাসখানেক আগে পাশের গ্রাম লাউর ফতেহপুর গ্রামে বিয়ে করে।
সুত্র জানায়, ঘটনার সময় রাত আনুমানিক ২ টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি দরজা ভেংগে ঘরে প্রবেশ করে রিমনের মাথা ও শরীরে এলোপাথাড়ি কোপাতে থাকে। ওই সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী দৌড়ে এসে রিমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে নবীনগর সদর হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি মনে হওয়ায় তাকে কুমিল্লায় প্রেরন করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ রউফ ও ওয়ার্ড সদস্য আমীর হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নবীনগর প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও আলোকিত বাংলাদেশে পত্রিকার স্থানীয় প্রতিনিধি আব্দুল হাদীর ছোট ভাই রিমন।