ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০ মে ২০২০ | পড়া হয়েছে 370 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাদ আসর নবীনগর কাসেমুল ইসলামীয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার প্রধান মুফতি শহিদুল হক এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: নাছির উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির। এসময় আরো উপস্থিত ছিলেন, এস.আর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ, সিনিয়র ইমাম হাফেজ মাও: মকবুল হোসাইন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, হেফাজতে ইসলাম এর সহ-সভাপতি মাওলানা মেহেদী হাসান, প্যানেল মেয়র গনী চান মকসুদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মো: ইরন মিয়া, মাওলানা মুজাম্মেল হক প্রমুখ।
এছাড়াও পৌরশহরের প্রতিটি মসজিদ এর খতিব,ইমাম, মুয়াজ্জিন ও অত্র মাদ্রাসার এতিম ছাত্রবৃন্দ ইফতারে অংশগ্রহণ করে। পরে উপস্থিতি ব্যক্তিবর্গ মাননীয় এমপি এবাদুল করিম বুলবুল এবং ওনার পরিবারের আশুমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতারের আয়োজন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।