মিঠু সুত্রধর পলাশ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 3509 বার
নবীনগরে সাত-সন্তানের জননী কেড়ির বড়ি (বিষ) খেয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, সে উপজেলার শ্যামগ্রামের ইউনিয়নের কুড়িনাল গ্রামের প্রবাসী করিম মিয়ার স্ত্রী ও সাত সন্তানের জননী রাহেলা বেগম (৪৫)।
সূত্র জানায়,পারিবারিক কলহের জেরে আজ (২৭/০৪) বৃহস্পতিবার সকালে রাহেলা বেগম কেড়ির বড়ি খেয়ে ফেললে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করলে পথিমধ্যে তিনি মারা যান।