সেলিম রেজা | শনিবার, ০৪ জুন ২০১৬ | পড়া হয়েছে 7181 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোকেয়া বেগম(৫০) নামের এক গৃহবধূ সাপের কামড়ে মারা গেছে । আজ শনিবার(০৪/০৬) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ওই গৃহবধূ নাছিরাবাদ গ্রামের নাছির মিয়ার স্ত্রী । স্থানীয়রা জানান, হাবাগোবা টাইপের নাছির মিয়ার সংসারে একমাত্র তার স্ত্রী রোকেয়া বেগম সংসারের ভরন পোষনের দায়ীত্বে ছিলেন। নাছির মিয়া তার ছেলে মেয়ে সহ এ সংসার এখন কে চালাবে এ প্রশ্নের কোন সুদুত্তর পাওয়া যায়নি । নিহতের ছোট ভাই ঝন্টু মিয়া জানান,গতকাল রাতে নিজ ঘরে রোকেয়া বেগম ঘুমিয়েছিলেন। মাঝরাতে চিৎকার দিয়ে বলেন আমাকে কি যেন কামড় দিয়েছে , প্রথমে ব্যাথা অনূভব করছিলেন পরে ব্যাথা কম মনে হওয়ায় ঘুমিয়ে থাকেন। আজ ভোর রাত আনুমানিক ৪ টার দিকে তার মৃত্যু হয় ।