ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 777 বার
নবীনগরের বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল।
তিনি গতকাল ( ৩ ফেব্রুয়ারি ) পৌর শহরের মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্তদের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক সঞ্জয় সাহা, পৌর আওয়ামীলীগ এর ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, পৌর আওয়ামীলীগ ৩ নং ওয়ার্ডের সভাপতি দুলাল মিয়া প্রমুখ।
কাজী মোর্শেদ হোসেন কামাল এসময় দুই হাজারের মত দুস্ত অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।