ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 351 বার
প্রতীকী
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাসের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুইটি ইট ভাটায় বৃহষ্পতিবার(৭/১)দুপুরে অভিযান চালিয়ে কৃষ্ণনগরের শাপলা ব্রিক্সকে ৪ লক্ষ টাকা ও দৌলতপুর সুমন ব্রিক্সকে ৪ লক্ষ টাকা জরিমানা করে।
ম্যাজিস্ট্রেট জানান, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে দুইটি ইট ভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মহিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইকবাল হাসান সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।