ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৯ মার্চ ২০১৯ | পড়া হয়েছে 1036 বার
নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর মধ্যপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী হাসেম (২৫) কে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার (৯ মার্চ) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও এলাবাসি সূত্রে জানা যায়, গত ৪ মাস আগে উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের দোপাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে রিমা আক্তার (১৯) । বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এরই জের ধরে শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে ওরশে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে। এরপর বাড়ির পার্শের লাউরের জারের নিচে ফেলে পালিয়ে যায়।
নিহতের চাচা শফিকুল ইসলাম বলেন, ওরশে যাওয়া নিয়ে শুক্রবার আমার ভাতিজির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। রাতে সে আমার ভাতিজিকে হত্যা করে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করাসহ স্বামীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |