ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3495 বার
পৌর শহরের পাল পাড়া এলাকায় রবিবার (২০/১১) সকালে স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ করে বিষপান করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী মারা গেলেও স্ত্রীর অবস্থা আশংকাজনক। উভয়কে চিকিতসার জন্য কুমিল্লায় নিয়ে যাবার পথে স্বামী মারা যায়। এর আগে এদেরকে সদর হাসপাতালে আনা হয়।
সুত্র জানায়, ওই এলাকার মৃত মঙ্গল পালের ছেলে লিটন চন্দ্র পাল (৩৮) ও তার স্ত্রী চন্দনা রানী পাল(৩০) আজ সকালে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বাধে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এ নিয়ে অভিমানে স্ত্রী বিষপান করলে রাগে স্বামী বিষপান করে। স্থানীয়রা তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, নেশাগ্রস্থ রিকশা চালক লিটন চন্দ্র পাল নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রী সাথে ঝগড়া করে। ঘটনার দিন এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী অভিমান করে ঘরের দরজা বন্ধ করে বিষপান করলে স্বামী ও সাথে সাথে বিষপান করেন।
প্রতিবেশী দুলাল মিয়া মুঠোফোনে লিটন চন্দ্র পালের মৃত্যুর খবর নিশ্চিত করেন।