ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ | পড়া হয়েছে 1837 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোমলপুর এলাকায় সরকারী রাস্তা দখল করে দালান নির্মান করায় জনগনের পথ চলাচলে দূর্ভোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
আজ সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কোমলপুর এলাকার কয়েকশত নারীপুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ।
স্থানীয় ইউপি সদস্য রহিছ মিয়া মেম্বারের সভাপতিত্বে উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তি সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মান করায় এলাকার জনসাধারনের সড়কে চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরো বলেন, স্থানীয়রা ভবন নির্মানের প্রতিবাদ করলে প্রভাশালী মহলটি মিথ্যা মামলা সহ নানা ভাবে হয়রানী করছে সাধারন মানুষকে। তারা অবিলম্বে সড়কের উপর থেকে ভবন অপসারন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিরীহ এলাকাবাসীকে হয়রানী না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন ।
মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদকারীরা।