ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 809 বার
নবীনগরে সড়ক দুর্ঘটনায় শান্ত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮/৪) বিকাল আনুমানিক তিনটার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং নামক স্থানে পিক আপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটলে এতে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত ওই শিশু পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ভোলাচং এলাকার সিএনজি চালক জামাল মিয়ার ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম জানান,শান্ত ওই সময় রাস্তার পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় একটি বেপরোয়া পিক আপের ধাক্কা লাগলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাতক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক মনে হওয়ায় তাকে উন্নত চিকিতসার উদ্যেশে কুমিল্লায় পাঠানো হয়। সেখানে চিকিতসাদিন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু ঘটে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |