আলাউদ্দিন আকাশ | শনিবার, ০৬ মার্চ ২০২১ | পড়া হয়েছে 121 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যুশাতুয়া গ্রামের হজরত দয়াল খাজা শাহ্ আমির উল্লাহ্ কানু শাহ্ রহঃ এর ১৭তম ০২দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক ৫ মার্চ থেকে শুরু হয়েছে।
যুশাতুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত ওরশ মোবারকে
প্রধান অতিথি ছিলেন,রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইটালির সিসিলি আওয়ামীলীগের সভাপতি” কাজী জাহিদ হোসেন মিহির ও রতনপুুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফকরুল ইসলাম ও রতনপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি, কাজী আজিজুল জুয়েল ও নবীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য, আলাউদ্দিন আকাশ ও রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ হাবিবুল্লাহ খান প্রমুখ।
যুশাতুয়া কাজীর দরগাহ দরবার শরীফের বর্তমান সাজ্জাদাসীন ও সেক্রেটারি” কাজী আহাম্মদ উল্লাহ শাহেন শাহের সার্বিক আয়োজনে ও তত্বাবধানে ২ দিনব্যাপী ১৭তম বাৎসরিক ওরশ মোবারকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা আগত দয়ালের ভক্ত ও আশেকানদের পদচারণায় মিলন মেলায় পরিনিত হয়।