মিঠু সুত্রধর | বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | পড়া হয়েছে 612 বার
ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. এবাদুল করিম বুলবুল স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন। আজ (১২/১২) বুধবার সকালে নবীনগর পৌরসদরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উক্ত মত বিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র।
সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,সহ সভাপতি এড.সুজিত কুমার দেব,শিব শংকর দাস, বোরহান উদ্দিন আহাম্মেদ, জহির উদ্দিন চৌধুরী শাহান,জসিম উদ্দিন আহাম্মেদ,সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সিতানাথ সূত্রধর প্রমুখ।
এসময় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে মো. এবাদুল করিম বুলবুল দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কাকে জয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন।