ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 962 বার
নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামে এনজিও সংস্থা ‘হোপ’ এর প্রধান কার্যালয়ে শনিবার (২৭ জানুয়ারি) পিঠা উৎসবের আয়োজন করা হয়।
হরেক রকমের পিঠাপুলির প্রদর্শনে আয়োজিত উক্ত পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ মাসুম।
উক্ত পিঠা উৎসবে ‘হোপ’ সংস্থার পরিচালক ও নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. মাহাবুব আলম লিটন, সহ – সভাপতি, আরিফুল ইসলাম মিনাজ, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো. দেলোয়ার হোসেন, নবীনগর পাইলট ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস ফৌজিয়া নাজমা।
‘হোপ’ সংস্থার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী ওয়াজেদুল্লাহ জসিম।
অনুষ্ঠান শেষে নবাগত ইউএনও হোপ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।