ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | পড়া হয়েছে 624 বার
নবীনগর পৌর শহরের মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় চোলাই মদ সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (১১/০২) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ওই এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী লিটন দেবের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে মদ সহ ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
থানা সুত্র জানায়, নবীনগর থানা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহম্মেদ এর দিক নির্দেশনায় সংশ্লিষ্ঠ থানার এসআই/মোঃ মনিরুল ইসলাম তাহার সংগীয় ফোর্সগণের সহায়তা নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে মাদক নির্মুলের লক্ষে এ অভিযান চালায়।
থানা সুত্র আরো জানায়, লিটন দেব একাদিকবার মাদকের মামলায় হাজত থেকে জামিনে এসে পুর্বের ন্যায় মাদক ব্যবসা করতে থাকলে বিষয়টি পুলিশের নজরে আসে ।
মাদক নির্মুলের লক্ষে নবীনগর থানা পুলিশের হুঁশিয়ারি তোয়াক্কা না করে বীর দর্পে মাদক ব্যবসা পুনরায় শুরু করায় তাকে আবারো শ্রীঘরে পাঠায় পুলিশ।
পুলিশ অভিযান চলাকালে লিটন দেবের বসত ঘর হতে ১১৮ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং একই সময়ে ২ লিটার চোলাই মদ সহ সিরাজ মিয়া নামে আরেক মাদকসেবীকেও গ্রেফতার করে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়।