ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 233 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এমপি টিলা সংলগ্ন মেঘনা নদীতে শনিবার(২৬/১২) বিকালে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একদল নৌ-পুলিশ মাদকের বিশেষ অভিযান চালিয়ে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলাকে আটক করে।
পুলিশ জানায়, ধৃতরা হচ্ছে আখাউড়ার নয়াদিল গ্রামের দুলাল মিয়া স্ত্রী রিনা বেগম(৪০) ও কসবার গোপীনাথ পুরের মৃত শামসু মিয়া মেয়ে ঝর্ণা বেগম ওরফে জরিনা (৪০)।
এই মাদকগুলো আখাউড়া থেকে নৌপথে নরসিংদী যাচ্ছিল।