ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 4913 বার
নবীনগর থানা পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। পৌর এলাকার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় চোলাইমদ সহ উদ্ধার সহ এদের আটক করা হয়।
গতকাল (০৭/০১) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এস আই/স্বপন চন্দ্র দাস তার সংগীয় অফিসার ফোর্সদের সাথে নিয়ে মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে ওই এ্লাকার মৃত নূরু মিয়ার ছেলে খায়ের মিয়া (৫৫) ও দুদু মিয়ার ছেলে অহিদ মিয়া(৪০)কে গ্রেফতার করে। পুলিশ এসময় উভয়ের কাছ থেকে মাদক বিক্রয়কালে ১২ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে।
থানা সুত্র জানায়, আসামীদ্বয়ের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলায় আজ সকালে (০৮/০১) কোর্টে পাঠানো হয়েছে।