ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৩ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 7003 বার
নবীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গত তিন দিনে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও গাজা উদ্ধার করে পুলিশ।
সলিমগঞ্জ ইউনিয়ন:
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মো.গোলাম সারোয়ার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট
ও ১০ পুড়িয়া গাঁজা সহ মো.কামাল মিয়া(৩০)কে গ্রেফতার করে। সে সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা(বন্দে বাহের চর) এলাকার ছায়েদ আলী ব্যাপারি্র ছেলে। গত (২০/৪) তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও একই দিনে নবীনগর পৌরসভা (ওয়ার্ড নং-৮) এলাকায় পুলিশের আরেক অভিযানে ১০(দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৌরসভা (ওয়ার্ড নং-৮):
এসআই মোঃ মোঃ আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা দোলাবাড়ী (ওয়ার্ড নং-৮) এলাকায় অভিযান চালিয়ে ১০(দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মায়া রানী ঋষি (৪০) কে গ্রেফতার করা হয়। মায়া ওই এলাকার স্বপন ঋষির স্ত্রী।
বীরগাঁও ইউনিয়ন:
এস আই/ স্বপন চন্দ্র দাস সংগীয় ফোর্স নিয়ে বীরগাঁও ইউনিয়ন এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বীরগাঁও মালিক ভরসা মাজার সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বাইশমৌজা শিবপুর সাকিনে ময়নার বাড়ীতে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে তার বসত ঘরে মাটির নিচে চোলাই মদ মজুদ রেখেছে। উক্ত সংবাদের বিষয়টি সংগীয় অফিসার ফোর্স ওইদিন দুপুরে বাইশমৌজা শিবপুর সাকিনে ময়নার বাড়ীতে আক্সমিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক ময়না বসত ঘর হতে পালিয়ে যায়। থানা সুত্র জানায়, উপস্থিত সাক্ষী ১। সাদির মিয়া (৩২),পিতা- আব্দুল আলী ২। মোঃ এনামুল হক (গ্রাম পুলিশ)(৩১), পিতা- মৃত জিলানী মিয়া ৩। লিটন রবি দাস (৩০),পিতা- মৃত বাবু লাল রবি দাস ৪। আল আমিন (৩০), পিতা- মৃত মস্তু মিয়া, সর্ব সাং- বাইশমৌজা শিবপুর, ৫। মোঃ ফোরকানুল হক (৪২)(গ্রাম পুলিশ), পিতা- মৃত আব্দুল আহাদ, সাং- বীরগাঁও, সর্ব থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াগনকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামীর নাম মানিক রবি দাস প্রঃ ময়না (৩৮), পিতা- মৃত বাবু লাল রবি দাস, সাং- বাইশমৌজা শিবপুর থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে প্রকাশ করে। পুলিশ এসময় ময়নার উওর ভিটির দোচালা টিনসেড বসত ঘরের উওর পাশের বারান্দা যুক্ত ঘরে তল্লাশী চালিয়ে ০৬টি সাদা রংয়ের কন্টেনারে রক্ষিত (প্রতিটিতে ০৫ লিটার )৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে জব্দ করেন ।
শ্যামগ্রাম ইউনিয়ন:
এ এস আই(নিঃ)/ মোঃ বিল্লাল হোসেন, সংগীয় এ এস আই (নিঃ)/৮৮ সাইফুল ইসলাম, এ এস আই (নিঃ)/ নজরুল ইসলাম, এ এস আই (নিঃ)/ আবু কালাম আজাদ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে জনৈক বিকাশ চন্দ্র দাসের দোকানের সামনে আসামী মহরম আলী (৩০) কে গ্রেফতার করে। সে শ্যামগ্রাম পশ্চিম পাড়ার মৃত হারুন মিয়ার ছেলে। পুলিশ এসময় তার কাছ থেকে ১৭ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবেলট এবং
১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করে।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের মাদক মামলায় কোর্টে পাঠানো হয়েছে।