ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 3613 বার
নবীনগর উপজেলার কাইতলা আলীম উদ্দিন জুবেদা কলেজের শিক্ষার্থী কর্তৃক তিন শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় শিবপুর বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। লাঞ্ছিত শিক্ষকরা হচ্ছেন শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা ডিগ্রি কলেজের জাহাঙ্গীর আলম ভূইয়া, আব্দুর নূর, অচিন্দ্র চন্দ্র চৌধুরী।
জানা যায়, ওই কেন্দ্রে এইচ এস সি পরিক্ষায় ইংরেজী ২য় পরিক্ষা চলাকালীন সময়ে কড়া ডিউট দেয়ায় ক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী ওই ৩ শিক্ষককে লাঞ্চিত করেন। শনিবার (৮/৪) দুপুরে এ ঘটনা ঘটে।
আশরাফুল আলম নামে এক ব্যক্তি বলেন, পরীক্ষার হলে কড়া ডিউটি থাকার কারনে কয়েকজন ছাত্র শিবপুর কলেজের ৩ শিক্ষককে উপর নেক্কারজনক হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক সমাজে নিন্দার ঝড় উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী বলেন, ঘটনাটি শুনেছি, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।