ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 1001 বার
নবীনগর উপজেলার সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্প এলাকায় ৫০০ পিস ইয়াবা সহ রিপন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪/৫) সকালে বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর এলাকা হতে তাকে আটক করা হয়। রিপন সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের অরুন মিয়ার ছেলে।
সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রহিম গোপন সংবাদে খবর পেয়ে উক্ত ক্যাম্পের অন্যান্য ফোর্সের সহযোগিতা নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে।
ওই ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রহিম জানান, রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আসামীর বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে। আগামিকাল শুক্রবার তাকে কোর্টে পাঠানো হবে।