ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১০ মে ২০১৯ | পড়া হয়েছে 455 বার
নবীনগর উপজেলার জিনদপুর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ও ওষুদের ফার্মেসিতে মেয়াদিত্তীর্ন ওষুদ পাওয়ায় এদের জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (১০/৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এ জরিমানা করেন। তিনি এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহিষের মাংস কে গরুর মাংস বলে বিক্রি করা, মাংসের দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, জিনদপুর বাজাওে ফ্রিজে রক্ষিত মাংস বিক্রি করাসহ মেয়াদোত্তীর্ন ঔষধ ও পণ্য বিক্রি করা, দোকানের সামনে বিভিন্ন মালামাল রেখে জনগণের যাতায়াতে প্রতিবন্ধকতার অপরাধে ৮ টি মামলায় ২৪,০০০/- টাকা জরিমানা করেন।
জানা গেছে, কিছু ব্যবসায়ী ইউএনও’র আগমনের আভাস পেয়েই তৎক্ষনাৎ দোকানে তালা লাগিয়ে উধাও হয়ে যায়।
রাস্তায় তেলের ড্রাম রেখে সর্বসাধারণের পথ-চলাচলে ভোগান্তি সৃষ্টি করায় জরিমানা গুনতে হয়েছে ৩ দোকানদারকে ও একজনকে কড়া হুশিয়ারি দিয়েছে ইউএনও মোহাম্মদ মাসুম। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ মাসুম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |