ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 2472 বার
নবীনগর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উৎসব মুখর পরিবেশে শান্তিপূন ভাবে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন চলছে। ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্রে গুলোতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশী দেখা গেছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে-২৪৮ জন, সংরক্ষিত আসনে-৮৮ জন নির্বাচনি লড়াইয়ে মাঠে নেমেছেন। এরই মাঝে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৯,বিএনপি ৯,জাতীয় পার্টি ৮,জাসদ ৫, ইসলাম ঐক্যজোট থেকে ১ ও স্বতন্ত্র (আ’লীগ বিদ্রেুাহী)১৭, স্বতন্ত্র (বিএনপি বিদ্রেুাহী) ৫ এবং স্বতন্ত্র ১৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বিজিবি, র্যাব,পুলিশ, আনসার ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ,ম্যাজিষ্ট্রেট এসব নির্বাচনী এলাকায় আইন শৃংখলা রক্ষায় দায়িত্বে সার্বক্ষণিক নিয়োজিত আছে।