দেলোয়ার হোসেন | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 917 বার
নবীনগর উপজেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ (২১/১১) উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউজেডজিপি প্রকল্পের সহায়তায় এ অনুষ্ঠানে উপজেলার ১২০ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্র ছাত্রীকে ২৫০০/- টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নবীনগর শিক্ষা ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন, আমন্ত্রিত অতিথির মধ্যে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফিরুজ মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মুর্শিদুল ইসলাম লিটন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি জনাব শেখ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধাবৃত্তির টাকা দিয়ে লেখাপড়া চালিয়ে নেওয়ার ও শিক্ষার উন্নয়নে ব্যয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।