দেলোয়ার হোসেন | মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 763 বার
নবীনগর উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম,মেয়র মাঈন উদ্দিন মাইনু, সহকারী কমিশনার (ভুমি) ওয়ালীউল হাসান, ওসি ইমতিয়াজ আহম্মেদ, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, বি এন পির সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, ক্লাবের সেক্রেটারী রেজাউল করীম বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা বলেন,সাংবাদিকতা হচ্ছে মহান পেশা । হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব আরোপ করেন ।
সভায় সভাপতি সঞ্জয় সাহা, মাননীয় এমপি ফয়জুর রহমান বাদল সহ অন্যান্য সরকারী অনুদান পাওয়ায় সংশ্লিষ্ট্যদের কৃতজ্ঞতা ও আন্তরীক ধন্যবাদ জানান।