দিপু আহমেদ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 7969 বার
নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের দঃ কড়ুইবাড়ি থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশা। রবিবার (৩০/১০) বিকালে মুরাদনগর উপজেলার নবগঠিত বাংগরা বাজার থানার দঃ কড়ুইবাড়ি বাস স্ট্যান্ডের পুর্ব পাশের কৃষি জমিতে স্থানীয়রা ওই মহিলার লাশ দেখে পুলিশে খবর দেয়। বাঙ্গরা বাজার থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।