ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3844 বার
রাস্তার দু’পাশ দিয়ে শো শো করে গাড়ি ছুটে চলছে। মাঝখান দিয়ে চলছে মানুষ। বিষয়টা অস্বাভাবিক হলেও এটাই সত্যি।
এ চিত্র নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের। স্থানীয়দের ঢাকা কুমিল্লা যাতায়াতের গুরুত্বপুর্ন মাধ্যম ব্যস্ততম এ সড়কে বিরতিহীন ভাবে যানবাহন চলছে অবিরাম।
যেখানে দুর্ঘটনা এড়াতে পথচারীরা চলতি যানবাহন থেকে দূরত্ব বজায় রেখে পথ চলবে,সেখানে এখানকার বাসিন্দারা চলাচল করে সড়কের মাঝ পথ দিয়ে।
উল্টো নিয়মের এ পথ চলা খুব বেশি দিনের নয় বলে জানালেন কয়েকজন পথচারী।
জানাগেছে, চলতি বছরের শুরুর দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের (সদর থেকে বাঙ্গরা পর্যন্ত) প্রসস্থ করণ কাজ শেষ করার আগেই মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এ ভাবে চলছে এ অঞ্চলের বাসিন্দারা।
সুত্র জানায়, উক্ত সড়ক প্রসস্থকরণের ফলে রাস্তার দু’পাশে মাটি ফেলে আগের ১২ ফিট থেকে বাড়িয়ে ১৮ ফিটে উন্নীত করা হয়।
দেখা গেছে এ সড়কে সলিং না করেই এর সংস্কার কাজ বন্ধ হওয়ায় উক্ত সড়কটিতে আগের চিত্র বিদ্যমান রয়েছে। ছোট বড় গর্ত, হেলেদুলে চলার চেয়ে কাচা সড়কে যান চলাচলে সাচ্ছন্দ বোধ করেন চালক গন। তাই পথচারীরা বাধ্য হয়েই মাঝপথ দিয়ে চলাচল করছে।
তবে আশার কথা হল এ সড়কের সংস্কার কাজ আবারো শুরু হচ্ছে। ঈদের আগেই ছোট বড় গর্ত ভরাট করা হবে, ঈদের পর হবে পাকা সলিং। এ তথ্য দিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবিএস জাবেদ।
উল্লেক্ষ্য, চলতি বছরের শুরুর দিকে এ সড়কের প্রসস্থকরন কাজ শুরু করা হয়। যা কিনা গত জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল।