দিপু আহমেদ | শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 2666 বার
নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের বটতলি নামক স্থানে আজ (২৮/১) দুপুরে অটোরিক্সার চাকা উল্টে দুর্ঘটনা ঘটলে এতে ২ জন গুরুতর আহত হয়। আহতাবস্থায় ড্রাইভার ও এক যাত্রীকে নবীনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে ।
এছাড়াও এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে একটি সুত্র জানায়, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক প্রসস্থকরনের পরে এ সড়কে যান চলাচল বেপরোয়া হয়ে উঠে। অদক্ষ চালক, বেশি স্পীডে যান চলাচলের কারনে প্রায়ই দুর্ঘটনায় যাত্রীসাধারণ পঙ্গুত্ববরণ সহ অনেক স্থানে প্রাণহানির মতও ঘটনা ঘটছে।