| বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ | পড়া হয়েছে 1978 বার
নবীনগর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম ও ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিনকে ফুলেল বিদায় সম্বর্ধনা প্রদান করেছে স্থানীয় অফিসার্স ক্লাব। এসময় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সদ্য বিদায়ী দুইজনের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
বুধবার সন্ধ্যায় আয়োজিত উক্ত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর সালেহীন গাজী। অনুষ্ঠানে নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী বাইন হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইউনুস, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পি আই ও),উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তারেক, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, ডা. সায়েমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।