ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 2678 বার
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন কর্মসুচীর অংশ হিসাবে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (সম্প্রতি জাতীয়কৃত) পরিদর্শন করলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জনাব মাইনুদ্দিন আহমেদ মাইনু, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন,নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা,প্রেস ক্লাব সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা ভুমি কর্মকর্তা ওয়ালিউল হাসান প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিগত বছরের ফলাফলের খোজ খবর নেন ও ফলাফলের সাফল্যে প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের বিপথগামী রোধে তৎপর থাকার জন্যে শিক্ষকদের নির্দেশ প্রদান করেন। এসময় বিদ্যালয়ের ঐতিহ্য উল্লেখ করে তিনি পরিদর্শন বহিতে লিখিত নোট প্রদান করেন।
উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনের জন্য আলাপচারিতার ফাকে নবীনগর উপজেলা নির্বাহি অফিসার মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।