ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 1968 বার
‘সুস্থ্য ধারা সুস্থ্য মন,পেশাজীবি সম্মিলন’ এ শ্লোগানে নবীনগর উপজেলার পেশাজীবি কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা সম্মেলন বুধবার(২৬/১০) সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।
দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বের আয়োজনে সংগঠনের আহবায়ক মো. আজাহারুল হক উক্ত সভার সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, ইন্সপেক্টর (তদন্ত) মো. মেজবাহ্ উদ্দিন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বক্তব্যে উক্ত পরিষদের সাফল্য কামনা করে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। সাংবাদিক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সায়েমুল হুদা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর জাতীয় পাটির সভাপতি ইদন খান, উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি কমরেড মোঃ ইসহাক, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ব্যবসায়ী শাহীন রেজা টিটু প্রমুখ।
দ্বিতীয় পর্বে মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে মোহাম্মদ আজাহারুল হক সভাপতি, মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ্কে সাধারণ সম্পাদক ও ডাঃ সায়েমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।