ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৮ মে ২০১৭ | পড়া হয়েছে 2341 বার
নবীনগর পৌর শহরে যে কোন বড় ধরনের যান সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করার দায়ে দুটি রড বোঝাই টাক্টর থেকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বেলা দুইটার দিকে মাঝিকাড়া খাদ্যগুদাম সংলগ্ন ব্রিজের কাছে ওই দুইটি রড বোঝাই ট্রাক্টর থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর সালেহীন গাজী জরিমানার এ রায় প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী বাইন হীরা।
প্রসঙ্গত, পৌর শহরকে যানযট মুক্ত করার লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা সভায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌর শহরে যে কোন বড় ধরনের যান (মাঝিকাড়ার ব্রিজ পর্যন্ত) প্রবেশ নিষেদকল্পে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |