ডেস্ক রিপোর্ট | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 116 বার
নবীনগর প্রেসক্লাব এর কার্যকরী কমিটির প্রথম সাধারন সভা আজ শুক্রবার বিকালে প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যগণের মতামত ও কন্ঠ ভোটে কো-অপ্ট সহ-সভাপতি মনোনীত হন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম।
উল্লেখ্য যে, গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত (২০২১-২০২২ খ্রি.) কার্যকরী কমিটি নির্বাচনে সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচন প্রত্যাহার করায় এ পদটি শূণ্য হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি সহকারী আই কে ইব্রাহীম প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন। এছাড়াও তিনি ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এদিকে প্রেসক্লাবের অনুষ্ঠেয় প্রথম সভায় নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সরকারি নিয়ম মেনে এবারের ২১ ফেব্রুয়ারী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন নিয়েও পরিকল্পনা গ্রহন করা হয়। তাছাড়াও ক্লাবের সম্মুখে সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ফুলের বাগানের বিষয়ে উত্থাপিত প্রস্তাব বেশ গুরুত্ব পায়।