ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 239 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নির্বাচন আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উৎসব মুখর পরিবেশে সকাল ১০টা-থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালালউদ্দিন মনির ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান রুবেল(আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন।
ভোট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো লক্ষনীয়। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে উপজেলা পরিষদের রাস্তায় উপচে পড়া ভীর ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সহ এক দল সংবাদকর্মী নিয়ে দুপর এগারোটায় নির্বাচন পর্যবেক্ষণ করতে নবীনগরে পৌছান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, নবীনগর থানার ওসি আমিনুর রশিদ, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতারা উৎসাহ উদ্দিপনায় নির্বাচন উপভোগ করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |