ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 989 বার
নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো.জসিম।
আজ (২৮/৪) শনিবার বিকাল চারটায় আয়োজিত উক্ত মতবিনিময় সভায় নবীনগরের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা করেন। তিনি এ সময় সাংবাদিকদের কাছ থেকে ক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় ওই নেতার সাথে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ইলিয়াস খান সফরসঙ্গী হিসাবে এসময় উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলাম, বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম, বদিউল আলম খসরু প্রমুখ।