ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1174 বার
নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল। আজ সোমবার (৬/২) দুপুরে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি সদ্য অনুষ্ঠেয় প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ী কার্যকরী কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানান।
নবীনগর সার্কেলের অতিঃ পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এই প্রথমবারের মত প্রেসক্লাবে আসেন তিনি। এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলের তোড়া হাতে দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (নবীনগর সার্কেল) বরণ করে নেন ।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আলম , নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবু মোছা,নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,সমকালের ষ্টাফ রিপোর্টার আব্দুর নুর,নবীনগর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃঅারজু,প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, দপ্তর ও প্রচার সম্পাদক খ ম হযরত আলী, ডা. নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মিঠু সুত্রধর পলাশ প্রমুখ।