ডেস্ক রিপোর্ট | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 969 বার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবীনগর প্রেস ক্লাবের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণলিখন ও সুন্দর হতের লিখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় নবীনগর সরকারী কলেজ মাঠে আয়োজিত ওই প্রতিযোগীতায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাচ শতাদিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
নবীনগর প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক মশিউর রহমান রুবেল এর তত্তাবধানে অনুষ্ঠেয় বর্ণলিখন প্রতিযোগীতায় বিচারক মন্ডলির দায়ীত্বে ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, কার্যকরী কমিটির সদস্য সোহরাব হোসেন জুয়েল।
আয়োজক কমিটি জানান, প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ৩ ক্যাটাগরীতে বাছাই করে ৩০ জন বিজয়ীকে আগামি ২৪ ফেব্রুয়ারী প্রেসক্লাব কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী।