ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৬ মার্চ ২০২১ | পড়া হয়েছে 216 বার
নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) নবীনগর ব্লাড ডোনেশন সোয়ার্ম কর্তৃক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পেইনে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভায় নবীনগর ব্লাড ডোনেশন সোয়ার্ম এর সদস্যরা স্থানীয়দের সচেতনতামূলক পরামর্শ প্রদান করে।
ফ্রি ব্লাড গ্রুপিংয়ের এই কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, নবীনগর ব্লাড ডোনেশন সোয়ার্ম এর চেয়ারম্যান এন,এম,তাহসিন ভূইয়া রুম্মান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সভাপতি- ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক- সাইফুল ইসলাম আল আমিন, সাংগঠনিক সম্পাদক- নউশিন সোহাগি, দপ্তর সম্পাদক- শামিম হাসান, প্রচার সম্পাদক -আশরাফুল ইসলাম হৃদয়, অর্থ বিষয়ক উপ-সম্পাদক -পলাশ কর্মকার, সদস্য -মোবারক হোসেন, কাউসার কাজী প্রমুখ।
উপদেষ্টা প্রশান্ত চন্দ্র সরকারের সার্বিক সহযোগিতায় উক্ত ক্যাম্পেইনে ২ শতাধিক লোকের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।