ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 104 বার
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবস উপলক্ষে নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যেগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও নবীনগরের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ১০জন বীরপ্রতিক ও ৪ জন বীরবিক্রমকে নিয়ে জোবায়েদ আহমেদ মোমেন এর লেখা ‘নবীনগরের সূর্য সন্তান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান।
বক্তব্যরত ‘নবীনগরের সূর্যসন্তান’ বইয়ের লেখক জোবায়েদ আহাম্মদ মোমেন
বক্তব্য রাখেন নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, নবীনগরের সূর্য সন্তান বইয়ের লেখক জুবায়েদ আহম্মেদ মোমেন , আবু কামাল খন্দকার, মানবজমিন নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল সহ আরো অনেকে।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে সংগঠনটি।