ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 159 বার
গত বছরের একুশে বই মেলায় জোবায়েদ আহমেদ মোমেন রচিত ‘নবীনগরের সূর্যসন্তান’ বইটি প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক এ বইটিতে তিনি নবীনগরের খেতাবপ্রাপ্ত ১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের গল্প ও বীরগর্ভাদের যে ক’জন জীবিত আছেন তাদের বর্তমান হালাচাল এক মলাটে লিপিবদ্ধ করেন।
গবেষক, লেখক জোবায়েদ আহমেদ মোমেন দীর্ঘ ২ বছর গবেষণার পর বইটি গ্রন্থ আকারে প্রকাশ করান। সেসময় আনুষ্ঠানিকভাবে বইমেলাতে বইটির মোড়ক উন্মোচিত হয়।
তবে বলে রাখা ভাল, নবীনগরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত প্রথম সংকলন এটি। উক্ত সংকলন প্রকাশের দীর্ঘ ১০ মাস পর স্থানীয়ভাবে প্রথমবারের মতো নবীনগর মুক্ত দিবস উপলক্ষে বইটির মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর “বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবস” উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।