দিপু আহমেদ | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 4120 বার
নবীনগর-মুরাদনগরের সংযোগস্থলে বাধা ছিল একটি অদ (ছোট খাল)। এপার আর ওপার আসা যাওয়ায় নৌ-পাড়াপাড় কিংবা বাশের সাকো ছাড়া গতি ছিলনা টানচারা, আহম্মদপুর,কালীগঞ্জ বাসীর। ওই এলাকাগুলোর স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বয়স্ক নারী পুরুষ ও শিশুদের চলাচল ছিল ব্যাপক ভোগান্তির।
অবশেষে গতকাল বৃহস্পতিবার (২/৩) সকাল দশটায় এ অঞ্চলের মানুষজনের দুঃখের অবসান ঘটিয়ে উদ্ভোধন করা হল নবীনগর (টানচারা)মোরাদনগর (গাঙ্গেরকুট) সংযোগস্থলে মৈএী ব্রীজের কাজের উদ্ভোধন। প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণের উদ্ভোধনী অনুষ্ঠানে লাউর ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, মাহাবুব মেম্বার, জাকির হুসেন ভূঁইয়া সহ দুই উপজেলার জনপ্রতিনিধিগণ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।