সেলিম রেজা | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 143 বার
“খেলা হউক সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার”এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গোল্ডকাপ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ শে ফেব্রুয়ারি বিকালে রছুল্লাবাদ বাজার চন্দন মার্কেট মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে খেলাটি সম্পন্ন হয়।
ফাইনাল এই খেলায় প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস.ও উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার মো.শফিকুর রহমান। রছুল্লাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু খেলাটি উদ্বোধন করেন। রছুল্লাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো.আলী আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল কাদির,মো.আবুল খায়ের,প্রবীণ আওয়ামীলীগ নেতা মো.দবির উদ্দিন,আওয়ামীলীগ নেতা মো.হাবিবুল্লাহ বাহার,আব্দুল হান্নান বেপারি,মেম্বার পদপ্রার্থী মো.আব্দুল কাদির, মো.জালাল মিয়া,মো.জাকির মিয়া,মোসাম্মৎ রুমা আক্তার,সহ আরো অনেকে।
খেলাটির প্রধান উপদেষ্টা হাজী আবদুল কাদির,প্রধান তত্বাবধায়ক দিলীপ চন্দ্র ধর,সার্বিক ব্যবস্থাপনায় রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.নাহিদুল ইসলাম রানা,পৃষ্ঠপোষকতায় মো.হেলাল উদ্দিন।
টুর্নামেন্ট পরিচালনায়,মো.রোহান,রাকিব হাসান,মোহাম্মদ সৌরভ,হেময় দেব।
ফাইনাল খেলায় রছুল্লাবাদ ইউ.এ.খান উচ্চ বিদ্যালয় ২০১৭ ব্যাচ ও দড়ি শ্রীরামপুর নাইন স্টার দুটি দলে অংশ গ্রহণে উত্তেজনাপূর্ন ম্যাচে দড়ি শ্রীরামপুর নাইন স্টার কে হারিয়ে রছুল্লাবাদ ইউ.এ.খান উচ্চ বিদ্যালয় ২০১৭ ব্যাচ চ্যাম্পিয়ন হয়। পরে রানার্সআপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন,মো.ইকবাল হোসেন,ও অনিক রক্ষিত।