ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 143 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের কমিটি ঘোষনা করা হয়েছে।
শিল্পাঙ্গনের পরিচালক মোহাম্মদ হোসেন শান্তি সভাপতি, সুব্রত দেব শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও নতুন এই কমিটিতে অজয় মুর্খাজিকে সাংগঠনিক সম্পাাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার(২৯/১২)সন্ধ্যায় শিল্পাঙ্গনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন।
সুব্রত দেব শুভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আব্বাস উদ্দিন হেলাল,গোলাম মোস্তফা, মোহাম্মদ হোসেন শান্তি, বিমল দাস, কাউছার মিয়া, অজয় মুখার্জি, শ্যামল রায়, উজ্জ্বল বিশ্বাস, সারোয়ার মোস্তফা, ইকবাল হাসান,মো. মানিক মিয়া প্রমূখ