মোঃ কামরুল ইসলাম | রবিবার, ০৭ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1785 বার
উপজেলার সদরের সালাম রোডে অবস্থিত দুইটি গার্মেন্টেস দোকানে শুক্রবার (০৫/০৮) মধ্যরাতে দুধর্ষ চুরি হয়েছে। বাজার কমিটির পাহারার নিয়ন্ত্রাধীন এ ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্নের দেখা দিয়েছে। চোরের দল পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানের মো. লিটন মিয়ার সাকি গার্মেন্টস ও আবদুর রহিম মিয়ার বিসমিল্লাহ গার্মেন্টস দোকানের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মালামাল নিয়ে যায়।
সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাজার সেক্রেটারী মো.আশ্রাফুল আলম জনি জানান, পাহারাদার ও সিসি ক্যামেরায় থানা পুলিশের সহযোগিতা নিয়ে চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।