ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 592 বার
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপি সুবর্ণ জয়ন্তী উৎসব শনিবার সমাপ্ত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.এবাদুল করিম বুলবুল এম পি।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মো. ইদ্রিছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর।
উদযাপন কমিটির সাধারন সম্পাদক গোলাম শাহরিয়ার বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেজর জেনারেল (অব) কামরুজ্জামান,অতিরিক্ত সচিব সঞ্জয় বনিক, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম, মেয়র এডভোকেট শিব সংকর দাশ, অধ্যক্ষ মো.নাজির আহামেদ,অধ্যাপক রণধীর দত্ত,আব্দুর নূর, নবীনগর থানার ওসি রনোজিত রায়, হাবিবুর রহমান খায়ের,জাকির হোসেন সাদেক,শিউলি রহমান প্রমুখ।
উৎসব উপলক্ষে আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচি গ্রহন করে। উৎসবস্থলে বিশাল মঞ্চ ও আলোকসজ্জা শহরবাসীর দৃষ্টি কারে। দুইদিনব্যাপী এ আয়োজনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সকালে একটি বর্ণাঢ র্যালী বের করে যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এছাড়াও দুইদিনের এ আয়োজনে স্মৃতিচারন,র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সুবর্ণ স্মৃতি নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |