ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 3274 বার
উপজেলার শিবপুর ফাঁড়ির পুলিশ নাটঘর ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা সুত্র জানায়, পুলিশ গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মাদক ব্যবসায়ী তৈয়ব মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে আসামী ১। মুকবুল হোসেন (৪২) পিতা-মৃত নূর মিয়া, সাং-চড়িলাম, ২। কবির হোসেন (৩৫) পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-কুড়িঘর এবং ৩। সুমন মিয়া (২১) পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-কাজলিয়া কে আটক করে।
সুত্র আরো জানায়, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই/ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, আসামীগনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।মামলা নং ১৩(৪)১৭।