ডেস্ক রিপোর্ট | শনিবার, ১১ জুন ২০১৬ | পড়া হয়েছে 1369 বার
নবীনগর পৌর এলাকার ভোলাচং পাল পাড়ায় জন চলাচলের একমাত্র মাধ্যম সড়কপথটি সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। থাকে দিনের পর দিন। যে কারনে পৌরবাসীর ভোগান্তির শেষ নেই।ফলে এ পাড়ার সাধারণ মানুষকে ভোগ করতে হয় চরম দুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও অপরিকল্পিত বালি দিয়ে বসতভিটে উচু করা সহ আশপাশে সরকারি খাল ভরাট করার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং পল্লিবিদ্যুত সাব স্টেশন সংলগ্ন পশ্চিম দিকে ভোলাচং পাল পাড়ার অবস্থান। অবহেলিত এ পাড়ার বাসিন্দারা ক্ষোভ নিয়েই বলেন, নামেই পৌরসভা, আমরা পৌর বাসিন্দা, উন্নয়নের ছিটে ফোটা এ এলাকায় লাগেনি বলে অভিযোগ তাদের।
এ পাড়ার বাসিন্দা গ্রামীনফোনের কাস্টমার ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, পৌর নাগরিকের প্রাপ্য সুবিদা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে মাত্র ২০ মিনিটের একটানা বৃষ্টিপাতে সপ্তাহখানেক পানি বন্দি থাকতে হয় আমাদের।
জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এ পাড়ার বাসিন্দারা।