অনলাইন ডেস্ক | সোমবার, ২৩ মে ২০১৬ | পড়া হয়েছে 1174 বার
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে বেশ কিছুদিন গুরুত অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।সর্বশেষ, রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত শারীরিক সমস্যা দেখা দিলে তাকে গত ৪ মে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন বলে তার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।নূরজাহান বেগম বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত এবং ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।