অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 3352 বার
সিলেট জেলা প্রশাসনের সাবেক এনডিসি ও গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম (শামীম) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে পদায়ন করা হয়। প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের এ কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।