ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ মে ২০১৬ | পড়া হয়েছে 2227 বার
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচনে পূণরায় ৫ম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ।
এছাড়া বর্তমানে তিনি শতবছরের ঐতিহ্যবাহি ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়েরর ৪র্থ বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। নবীনগরবাসির প্রিয় মুখ, শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ তাঁর নিজ অর্থায়নে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ মে লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।